বাংলা বিভাগ সম্পর্কে
হাজার বছরের সাহিত্যের ইতিহাস এবং সমৃদ্ধ ভাষার ঐতিহ্যে আমরা গর্বিত বাঙালি। সাহিত্যের মাধ্যমে কোন জাতির ধ্যান-ধারণা, চিন্তা-চেতনার প্রকাশ ঘটে। একটি দেশের সামগ্রিক পরিচয় ফুটে উঠে সেই দেশের সাহিত্যে। জীবন ও সমাজকে নিয়েই সাহিত্য। সাহিত্য পাঠ শিক্ষার্থীদের মাঝে আনন্দ সঞ্চারিত করে মনকে উদার, প্রগতিশীল ও মানবিক করে তোলে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির চিরায়ত মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলছে ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগ। ইডেন কলেজের বাংলা বিভাগের রয়েছে একটি সমৃদ্ধ পথ পরিক্রমা।
১৯৬২ সালে বাংলা বিভাগের যাত্রা শুরু হয় এবং একই সঙ্গে স্নাতক সম্মান পর্ব চালু হয়। পরে ১৯৮৭ সালে স্নাতকোত্তর পর্ব শুরু হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে কলেজ এবং বিভাগের শিক্ষা র্কাযক্রম পরিচালিত হচ্ছে।