বাংলাদেশে নারীদের উচ্চ শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজ মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, তথ্যের অবাধ আদান-প্রদানের অংশ হিসেবে ওয়েব সাইট অনেক আগেই চালু করেছে। বর্তমানে এই ওয়েব সাইটটি নতুন সংস্করণে চালু হতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর ফলে তথ্যের আদান-প্রদান ও বৈশ্বিক যোগাযোগে ইডেন মহিলা কলেজ আরো একধাপ এগিয়ে গেল। এটা অনস্বীকার্য যে, বর্তমান যুগে ইন্টারনেট হলো তথ্য ও জ্ঞানের রাজ্যে এক যাদুর কাঠি। ওয়েবসাইটটি সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য আদান-প্রদান করতে পারি এবং তথ্য প্রবাহের মাধ্যমে আমাদের জ্ঞান ভান্ডারকেও সমৃদ্ধ করতে পারি।
ইডেন মহিলা কলেজের সমস্ত প্রয়োনীয় তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ওয়েবসাইটটি একটি পথ নির্দেশকের ভূমিকা পালন করবে। কলেজের ইতিহাস ও প্রশাসনিক কাঠামোর পাশাপাশি পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিষয়সমূহ সহজেই একটি বৃহত্তর জনগোষ্ঠির কাছে স্পষ্ট হবে। আমি আশা করি এই ওয়েবসাইটটি এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
বর্তমান সরকার ঘোষিত ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে এ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্ব-স্ব অবস্থান হতে ভূমিকা রাখবেন।